প্রধান মেনু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ছয়ঘাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ফরাদপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে এমদাদ হেসেন চান্দু (৫০) ও একই গ্রামের সানারুল ইসলামের মেয়ে খুসবু তাজনীম (১৪)। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।  গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। উপজেলার ছয়ঘাটি নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়।