টেকসই উন্নয়নে সৃজনশীল জনশক্তি প্রয়োজন — জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ৬ মাঘ (১৯ জানুয়ারি) : টেকসই উন্নয়নে সৃজনশীল জনশক্তি প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথেমতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশুরা অনেক মেধাবী। পড়াশোনায় তাদের আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হলে আগামী দিনে দেশকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখতে পারবে। শিক্ষকদের মাইন্ডসেট বদলানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বছরের শুরুতে পাঠ পরিকল্পনা করতে হবে। নিয়মিত বই ও সংবাদপত্র পড়তে হবে। নতুন জ্ঞান ও তথ্যে শিক্ষকদের নিজেদের সমৃদ্ধ করতে হবে। তিনি শিশুদের স্নেহ-মমতা দিয়ে পড়াশোনার সমস্যাসমূহ দূর করার আহ্বান জানান।