প্রধান মেনু

‘টেকসই উন্নয়নে পারমাণবিক বিদ্যুৎ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক ওয়ার্কশপ

ঢাকা, ৭ মাঘ (২০ জানুয়ারি) : ‘টেকসই উন্নয়নে পারমাণবিক বিদ্যুৎ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ এই প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী “সেক্টর লিডারস ওয়ার্কশপ” আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সেমিনার হলে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রম, সফলতা, অর্জন এবং বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর এ ওয়ার্কশপের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ সকালে এ ওয়ার্কশপের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে। মন্ত্রী আরো বলেন, আয়তনে ক্ষুদ্র এ দেশের বিশাল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নতকরণে বর্তমান সরকার বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের ওপর অত্যন্ত জোর দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি এ সময় বিজ্ঞানী ও গবেষকদেরকে সাধারণ মানুষের কল্যাণে গবেষণা কর্মে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান, মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল করিম।