প্রধান মেনু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জম্ম দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জম্ম দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে।
মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন আয়োজক সংগঠন বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফাজালাল মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইহতেশামুল হক চৌধূরী দুলাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুলহাসান খান, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. কণক কান্তি বড়–য়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ মেডিকেল ক্যাম্পে ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩ হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদাণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ৩ হাজার রোগী কেবিনামূল্যে ওষুধ দেয়া হয়।
রোগী গিমাডাঙ্গা গ্রামের আলীনূর হোসেন বলেন, এ মেডিকেল ক্যাম্পে দেশের প্রখ্যাত চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়েছেন। আমরা উপকৃত হয়েছি।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধূরী শফিকুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জম্মদিন উপলক্ষে বিএমএ এ ক্যাম্পের আয়োজন করেছে। গোপালগঞ্জ জেলাসহ আশ পাশের জেলার ৩ হাজার রোগীরা এখান থেকে চিকিৎসা গ্রহন করেছেন। তাদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।
বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফাজালাল মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই অমরা এখানে ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকদিয়ে এ ক্যাম্প করেছি। ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে এ ক্যাম্প অব্যাহত রাখাহবে।