টিন ঘেরা ঘর,ভেতরে মাদক ব্যবসা। পুলিশের অভিযানে গ্রেফতার -১
ঈশ্বরদীতে দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ঈশ্বরদীর পূর্ব টেংরীর রিয়াদ ভ্যারাইটিজ স্টোর নামক দোকানে এই অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ দোকানদার মোঃ শামীম রেজা (৪২) কে গ্রেফতার করে। সে পূর্ব টেংরির তছের পাড়া এলাকার আবু সাঈদের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান,দোকানের আড়ালে মাদকের ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। সেখানে রাতে টিনের দরজা লাগিয়ে মাদক সেবীদের ইয়াবা সেবন ও আড্ডা চলত।
ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার গোপাল অধিকারী,উপজেলা প্রতিনিধি (ঈশ্বরদী) ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ একজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঈশ্বরদীর এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে এএসআই শামীম তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও নগদ ৬৬৫০ টাকা আটক করে পুলিশ। আটককৃত নারীর নাম মোছাঃ বুলবুলি। সে পুরাতন ঈশ্বরদীর মো: শরিফুল ইসলামের স্ত্রী। ।