টাইগারদের বিপক্ষের নতুন শ্রীলংকার নতুন কোচ হাথুরুসিংহকে নিয়ে চিন্তায় বিসিবি
২০১৮ সালের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের ঘরের মাঠে তিনজাতি সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যে সিরিজে শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরুহবে চন্ডিকা হাথুরুসিংহের। সদ্যবিদায়ী কোচের শ্রীলঙ্কার ড্রেসিংরুমে থাকাকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের চেয়ে চিন্তার কারণ বলেই ভাবছে বিসিবি থিংকট্রাঙ্করা ।
প্রতিপক্ষের কোচ হাথুরুসিংহে, বাংলাদেশের জন্য কাজটি কতটা চ্যালেঞ্জিং হবে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘চ্যালেঞ্জের চেয়ে চিন্তা একটু বেশি। যেহেতু একটা দলের সাথে এতদিন ও ছিল। আমাদের ভালো দিকটা যেমন সে জানতো নেতিবাচক জিনিসগুলোও জানে। এই জিনিসটা আমাদের জন্য চিন্তার ব্যাপার। এই সিরিজটার পরেও আমরা শ্রীলঙ্কায় খেলব। সেটাও টাইগারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে ভাবা হচ্ছে ।