টঙ্গী রেল স্টেশনে ট্রেন লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ ছিল
স্টাফ রিপোর্টার: দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস টি অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষাপেয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী রেল স্টেশনের নতুন বাজার এলাকায় লাইনচ্যুত এই ট্রেনটি। এরপর থেকে ঢাকাগামী এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, ট্রেনটি সহস্রাধিক যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে টঙ্গীর আউটার সিগন্যাল পার হওয়ার সময় হঠাৎ ৪টি বগি লাইনচ্যুত হয়। এসময় রেলওয়ের লাইন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। ট্রেনের চালক আলমগীর হোসেন জানান, রেলওয়ে সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ট্রেনটির পরিচালক আব্দুস সবুর খান জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। ট্রেনটিতে সহস্রাধিক যাত্রী ছিল। টঙ্গী রেল জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান,ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। সেটি উদ্ধারে ঢাকার কমলাপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়ে ট্রেনটি উদ্ধার করে ।