প্রধান মেনু

টঙ্গীর হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শাহজালাল দেওয়ান ঃ গাজীপুর মহানগর ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হয়দরাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সফিকুল আলমের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, অন্যন্যদের মাধ্যে আর ও উপস্থিত ছিলেন জয়দেবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবেদ ইকবাল,গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনজিৎ কুমার মল্লিক বাবু , গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম রানা,হয়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মফিজুল হক মোল্ল্যা, টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর,গাজীপুর মহানগর সংরক্ষিত মহিলা কাইন্সিলর শিরিন আক্তার, টঙ্গী থানা যুবলীগ নেতা বিলাল হোসেন মোল্ল্যা, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য রতিশ কুমার পৈত, আলহাজ্ব রুহুল আমিন, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, হুমায়ুন কবির বাপ্পি, কাজী মঞ্জুর প্রমুখ।

আলোজনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবেদ ইকবাল সংসদ সদস্যর কাছে ছাত্র ছাত্রীদের জন্য বিদ্যালয়ে একটি ভবন তৈরি করে দেওয়ার দাবি জানালে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এম পি হয়দরাবাদ রমনী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে একটি তিন তলা ভবন তৈরি করার অঙ্গিকার করেন। অতিথিদের আলোচনা পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে রাতে টঙ্গী থানা যুবলীগ নেতা মুন কিবরিয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায় । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেন্য কন্ঠ শিল্পি শারমিন দিপু, এস এম সুমন, শেফালি সরকার,শান্তা পাল , সোহাগ ,তুলি ও মুকুল ।