টঙ্গীতে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
মোঃ শাহজালাল দেওয়ান: টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে ৩দিনব্যাপী বই মেলা উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিনের সভাপতিত্বে দিবা শাখার সহকারী প্রধান আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সফিউদ্দিন সরকার একাডেমীর অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, একাডেমীর শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, আবুল কাশেম, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, আক্তার হোসেন সরকার, নিউওয়ার্ক ছাত্রলীগের সভাপতি হায়দার আলী, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।