টঙ্গীতে সন্ত্রাসী হামলায় বাড়ি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি ঃ টঙ্গীর এরশাদনগর বস্তির ১নং বক এলাকায় সেলিম মুন্সীর একটি বাড়ি জোরপূর্বক দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী লাবুনী আক্তারের নেতৃত্বে মোছাঃ মামুনী আক্তারের যোগসাজসে একত্রিত হয়ে একদল সন্ত্রাসী নিয়ে বাড়িটি দীর্ঘদিন যাবত দখলের পায়তারা করছে। গতকাল মঙ্গলবার লাবুনী ও মামুনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে বাড়িটি দখল করতে আসলে এ সময় সেলিম মুন্সী ও তার স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে তাদেরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বাড়ির মালিকসহ পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা ও ভাংচুর করে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ও বাড়ির ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় সন্ত্রাসীরা তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে পালিয়ে যায়। এব্যাপারে বাড়ির মালিক সেলিম মুন্সী বাদী হয়ে টঙ্গী থানায় একটি অভিযোগ দাখিল করেন।