টঙ্গীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২টি বিদ্যালয়ের মাঝে সমঝোতা বৈঠক
মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সমঝোতা বৈঠক গতকাল টঙ্গী বাজার সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমঝোতা বৈঠকে এসময় উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার ইনচার্জ জাহান আরা বেগম, দিবা শাখার ইনচার্জ মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল শাখার ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, জাকির হোসেন, রতন কুমার ঘোষ, সাদিয়া সুলতানা, শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন, দিবা শাখার প্রধান আব্দুর রহিম, প্রভাতী শাখার ইনচার্জ মুকবুলা মঞ্জুর লিপি প্রমুখ। উল্লেখ্য, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রাথমিক শিক্ষায় স্কুল শাখা, কলেজ শাখা, ভোকেশনাল শাখা সকল ক্লাসে ক্লাষ্টার কমিটির মাধ্যমে ব্যাপক সুনামের সহিত ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানউন্নয়ন করে গাজীপুর জেলায় ব্যাপক সুনাম অর্জন করায় তাদের লেখাপড়ার কলাকৌশল অবলম্বন করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য ৩ সদস্য বিশিষ্ট সিনিয়র শিক্ষকদের একটি টিম এসে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় ও সমঝোতা বৈঠক করেন।