টঙ্গীতে লালমন নেছা জামিয়া ইসলামীয়া গুটিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন
মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে লালমন নেছা জামিয়া ইসলামীয়া গুটিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও গুটিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল সোমবার রাতে মায়ের দোয়া রিয়েল এষ্ট্রেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা জালাল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান খান, সাবেক কমিশনার আব্দুল আলীম মোল্লা, গুটিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হিরণ মোল্লা, এড. আজিম হায়দার আদিম, রাজিব হায়দার সাদিম, বীরমুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদীন, ৫১নং কাউন্সিলর প্রার্থী আমজাদ হোসেন, মোস্তফা কামাল, আমির হোসেন, আবুল হোসেন, হাফেজ মাওলানা রিদওয়ানুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, মুফতি আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শুক্কুর আলী, সফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, টঙ্গীতে লালমন নেছা জামিয়া ইসলামীয়া গুটিয়া মাদ্রাসা নির্মাণে মায়ের দোয়া রিয়েল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান ৬ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং মাদ্রাসাটি ব্যাপক আকারে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হবে বলে জানান।