প্রধান মেনু

টঙ্গীতে র‌্যাব ও জেলা প্রশাসক এর উদ্যোগে মাদকের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি ঃ গাজীপুরের টঙ্গীতে র‌্যাব-১ ও জেলা প্রশাসক এর উদ্যোগে মাদকের অভিযান চালিয়ে গতকাল মাজার বস্তি ও ব্যাংকের মাঠ বস্তি এলাকায় থেকে ১২ জন মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কারিদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়ে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন। আটকৃতরা হলেন, মোঃ সোহেল(২৬), মোঃ মানিক(৩২), আখী আক্তার(২৭), মোঃ কালু মিয়া(২৩), আলমগীর(৩৫), মোঃ খোকন(৪০), মোঃ মনির(২৪),আলেয়া(২৬), মোঃ রিপন আলী, মোঃ জসিম উদ্দিন(৩৫), মোঃ রুবেল(২০)। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমাতুজ জোহরা ও মাদকদব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক এস এম রাসেল নূর এর উপস্থিতিতে টঙ্গী থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গাজীপুর পোড়াবাড়ী র‌্যাব-১,ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানীকোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানাধীন মাজার বস্তি ও ব্যাংকের মাঠ বস্তি এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে আসিতেছিল। অভিযান শেষে ধৃত ১২ জন আসামীদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমাতুজ জোহরা কর্তৃক মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনরে ২৬ ধারা বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ০৬ (ছয়) মাস এবং সর্বনিন্ম ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।