টঙ্গীতে বিআরটি প্রকল্পের আওতায় দুটি ফুটওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ শাহজালাল দেওয়ানঃ টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে এলাকাবাসীর বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত এস্কোলেটার ও প্রতিবন্ধীদের জন্য লিফট সম্পন্ন টঙ্গী কলেজ গেইট এলাকায় ও বোর্ড বাজার এলাকায় গতকাল গাজীপুর মহানগরেরর ঢাকা- সময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের আওতায় দুইটি ফুটওভার ব্রীজের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।
বিআরটি’র প্রকল্প পরিচালক ছানাউল হকের সভাপতিত্বে এবং টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মাষ্টার, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, যুবলীগ নেতা এস এম মঞ্জুর রনি প্রমুখ। এ সময় প্রজেক্ট প্ররিচালক প্রকৌশলী মোঃ সানাউল হক সহ দেশী বিদেশী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এই ফুটওভার ব্রীজগুলিতে এক্সেলেটর ও লিফটের ব্যাবস্থা থাকবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। পর্যাক্রেমে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা ও শিববাড়ি সহ মোট ২৫ টি ফুটওভার ব্রীজ নির্মান করার কথা রয়েছে।