প্রধান মেনু

টঙ্গীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন

মোঃ শাহজালাল দেওয়ান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ঔষধ বিতরণ গতকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কলাবাগান এলাকায় একতা ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাদেক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা ওসি মো: এমদাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নূর মোহাম্মদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালেহা বেগম, আল আমিন, টঙ্গী আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: আবু কায়সার, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ হাওলাদার, শামিমা আক্তার কনা প্রমুখ। আলোচনা সভা শেষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।