টঙ্গীতে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা চেক প্রদান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে এফ এস কসমেটিক্স কারখানায় অগ্নিকান্ডে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক চেক প্রদান অনুষ্ঠান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল টঙ্গী বাজার কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ-মহাপরিচালকের কার্যালয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পিএইচ ডি মহাপরিচালক ডা: এ এস এম আনিসুর আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, কারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মহাপরিদর্শক শামসুজ্জামান ভূঁইয়া, গাজীপুর জেলার এডিসি জেনারেল ফারজানা মান্নান, আই আর আইএর ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নাহার ভূঁয়া, মজিবুর রহমান, আ.স.ম জাকারিয়া, শাহ মোঃ শামসুদোহা, মালিক প্রতিনিধি ইমরান হোসেন, মাহবুবুর রহমান, হেপি বেগম, মেহের নিগার, ফারজানা আক্তার হেপি, তৈয়বুর রহমান, মফিজুল হোসেন প্রমুখ। উল্লেখ্য এফ এক্স কসকেটিক্স লিঃ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ২লক্ষ টাকা এবং আহত পরিবারকে ৫০ হাজার টাকা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।