প্রধান মেনু

টঙ্গীতে ঝুট কারখানায় ভয়াবহ আগুন ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মো: শাহজালাল দেওয়ান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর মিলগেট এলাকায় সোমবার রাতে সোনালী রোডে ঝুট ও তুলার গোডাউন কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ অগ্নিকান্ডে ৫টি তুলার গোডাউন ও কারখানা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র আতিকুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার- গোডাউনটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কারখানার মালিক জালাল উদ্দিন মাস্টার তার গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধিত হয়েছে বলে তিনি দাবী করেন।