টঙ্গীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর মধুমিতা মোল্লাবাড়ি এলাকায় ছাদের মাচা ভেঙ্গে পড়ে মো. জুয়েল (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মধ্য আরিচপুর মধুমিতা মোল্লাবাড়ি এলাকার শিরিন আক্তারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেলের মর্গে প্রেরণ করেন। নিহত জুয়েল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাদারগঞ্জ গ্রামের মৃত আঃ রহিমের ছেলে । দীর্ঘ দিন মধুমিতায় বসবসা করে রাজমিস্ত্রীর কাজ করতেন ।
এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার সকালে জুয়েলসহ অন্য শ্রমিকরা ওই এলাকার শিরিন আক্তারের নির্মানাধীন ভবনের চারতলায় কাজ করছিলেন। এসময় মাচা ভেঙ্গে তিনি নিচে পড়ে গুরতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।