প্রধান মেনু

টঙ্গীতে চাঁদা আদায়ের আধিপত্যকে কেন্দ্র করে খুন ছাত্রলীগ ও মহিলা আ’লীগ নেত্রী গ্রেফতার

 মোঃ শাহজালাল দেওয়ান,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী নগর ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওমর ফারুক হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, স্থানীয় ছাত্রলীগ নেতা আশ্রাফুল আলম (২৫) ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা বিউটি (৩২)।

টঙ্গী থানা সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুকের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে টঙ্গী মডেল থানায় স্থানীয় এরশাদ নগরের শীর্ষ সন্ত্রাসী শুক্কুরকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ১০ জনকে এজাহারভূক্ত করে অজ্ঞাতনামা আরো ২৭ জনকে আসামী করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী স্থানীয় ছাত্রলীগ নেতা আশ্রাফুল ও ৩ নম্বর আসামী মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা বিউটিকে গ্রেফতার করেছে। বাদী কোহিনুর অভিযোগ করে জানান, আসামীরা পরষ্পর যোগসাজশ করে ফুটপাত দখলের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী নগর ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ভাসমান ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায়ের আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক নিহত হয়।