টঙ্গীতে আব্দুল মতিন (হান্নান) সাহেবের স্মরণসভা ও দোয়া মাহফিল
মোঃ শাহজালাল দেওয়ান: টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ টঙ্গী থানা আওয়ামীগের কার্যালয়ের বিশ^স্ত সহকারী ও কৃষকলীগের অন্যতম নেতা আব্দুল মতিন (হান্নান) সাহেবের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার রাতে নতুন বাজার টঙ্গী থানা আওয়ামীগের কার্যালয়ে টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহি সমদ্য ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমতউল্লা খান,গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক এমপি আলহাজ¦ কাজী মোজাম্বেল হক,চাঁদপুর শাহরাস্তী পৌরসভার মেয়র,সমন্বয় পরিষদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় ও স্বনির্বর বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজে¦ম হোসেন,সাইদুল হক লিটন প্রধান, জাহিদুল কবির আনোয়ার, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ব্যাবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি কম টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,দপ্তর গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড কাউন্সসিলর মোঃ আবুল হোসেন,৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আলাউদ্দিন,শেহজাদ সোহাগ প্রমুখ ।
উক্ত মাহফিলে এমপি জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মতিউর রহমান মতি তাদের নিজের উদ্যোগে মরহুম আব্দুল মতিন (হান্নান) সাহেবের গৃহ নির্মাণসহ তার পরিবারের সকল খরচ বহন ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তবারকের আয়োজন করা হয়েছে।