প্রধান মেনু

ঞ্চগড়ের বোদায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঞ্চগড়ের বোদায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে বোদা থানার পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের সাকোয়া ইউনিয়নের কৈইকিল্লা দীঘির উত্তর পার্শ্বের জঙ্গলে এক অজ্ঞাননামা নারীর লাশটি দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা বোদা থানায় খবর দেয়। বোদা থানা অফিসার ইনচার্জ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাননামা ওই নারীর পঁচে যাওয়া লাশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে লাশটির আশপাশে তদন্ত করে কোন কিছুর সন্ধান পায়নি।

তবে অজ্ঞাত মহিলার লাশ পাওয়া সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুখ জনতা লাশটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. নুরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করা হয়েছে। এক সপ্তাহ আগে কে বা কারা ওই নারীকে মেরে ওখানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত লাশটির পরিচয় বের করার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।