ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যাপক উৎসবমূখর পরিবেশে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দু’দলের মেয়র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলররা। নির্বাচন পরিচালনা কমিটির অধীনে প্রচারণা চালাচ্ছে জোন-ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এ সিটিতে রয়েছে সারা জেলার মানুষের বসবাস।
দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে তাই গাজীপুর ছুটে যাচ্ছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা বিএনপি নেতারা। বৃষ্টি কাদা মাড়িয়ে, জলে ভিজে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। নগরীর হারিকেন এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মহানগরের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শেষে টঙ্গীর ৪৫,৫৬,,৫৭ নম্বর ওয়ার্ডে গনসংযোগ শুরু করে। টঙ্গীর, ৪৫,৫৬, ৫৭ নম্বর ওয়াডে টঙ্গী স্টেশন রোড,মধুমিতা,বউ বাজার,টঙ্গী বাজারে গণসংযোগ করেন পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহা নগর আওয়ামীলীগের সভাপতি এড.আজমত উলা খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ , টঙ্গী থানা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার, ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,শাহ আলম রিপন, ইসমাইল হোসেন বাবু,গাজী সালাউদ্দিন, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আবুল হোসেন , মোঃ শাহ আলম, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গিয়াসউদ্দিন সরকার, আজাহারউদ্দিন, গাজী মোঃ সেলিম প্রমুখ ।