ঝিনাইদহ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালকে হত্যার চেষ্টা : বিচারের দাবিতে শৈলকুপায় সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৈলকুপা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আলহাজ নজরুল ইসলাম দুলালকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবি ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কৃষকলীগ নেতা নজরুল ইসলাম দুলাল । নিজ বাসভবন ঝিনাইদহের শৈলকুপার পাঁচপাখিয়ার মালায়সগর গ্রামে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়, গত ১৫ জুন ইফতারের পূর্বমুহুর্তে কয়েক যুবক অস্ত্র সহ তার গ্রামের বাড়িতে প্রবেশ করে।
এসময় নজরুল ইসলাম দুলাল তার কর্মীদের সহ ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে প্রবেশের পর কর্মীদের বাঁধার মুখে পড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে ধরা পড়ে যায় ৩ জন।তিনজনের স্বিকারুক্তিতে বাড়ীর পিছনের প্রাচীরের পাশে ফেলে যাওয়া আগ্নেয় অস্ত্র পুলিশ উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ৩ জনকে থানায় নিয়ে আসে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল বলেন,আমার জীবন নাশের চেষ্টার সাথে যারা জড়িত ,আমি মনে করি যে তিনজন সন্ত্রসী গ্রেফতার হয়েছে তাদেরকে সঠিক ভাবে জিজ্ঞাসা করলে কে অর্থের যোগান দাতা,কে কে পরিকল্পনাকারি,কোথায় বসে সন্ত্রাসীদের সাথে অর্থের চুক্তি হয়েছে,কি তাদের উদ্দেশ্য প্রকৃত ঘটঁনা বেরিয়ে আসবে।
এদিকে নজরুল ইসলাম দুলালের লিখিত অভিযোগ তার উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি উদ্যোগ না নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেলেও কোন মামলা নেয়া হয়নি। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন পুলিশবাদি মামলা নেয়া হবে বলে আশ্বাস দিলেও তা নেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দাবি করেছেন রাজনীতির মাঠে তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল এমন ষড়যন্ত্র করতে পারে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা
স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শৈলকুপা কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু,সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাবেক পৌর কাউন্সিলর খাইরুল ইসলাম মুকল ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান ও সাধারন সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলুর নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।