ঝিনাইদহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত
বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুনুড়িয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কনক কান্তি দাস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুঁলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি তীথি রানী ভদ্র, প্রেসিডিয়াম সদস্য অমলেন্দু বিশ্বাস, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন। সমাবেশে বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
কয়েকদিন আগে এলাকার সন্ত্রাসী জাহিদ বাহিনী যুবলীগ নেতা বিবেক বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে । ওই সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন চালিয়ে। সন্ত্রাসীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এরই প্রতিবাদে এ সমাবেসের আয়োজন করা হয়েছে। দ্রুত জাহিদ বাহীনির সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান সমাবেশে উপস্থিত বক্তারা।