ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীর কারাদন্ড
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ০৯জুলাই ২০১৮ঃ ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মোঃ কাওছার আলী বিশ্বাস (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাওছার আলী বিশ্বাস একই গ্রামের আলী হোসন বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লৌহজঙ্গা গ্রামে জৈনক ব্যক্তি মাদক বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ কাওছার আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী,এএসআই শেখ আব্বাস উদ্দিন , এএসআই পাপিয়া সুলতানা,কনস্টেবল সাইদুল ইসলাম, জি.এম শহীদুল ইসলাম, আব্দুল আজিজ খাঁন এসময় উপস্থিত ছিলেন।