ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি ০১ অক্টোবর ২০১৮ঃ ‘মানবাধিকার প্রতিষ্ঠায়-প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ কে আহম্মেদ কমিউনিটি হলে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড.আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য অতিথি বৃন্দ।