ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি, ১৮ডিসেম্বর ২০১৯ঃ দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই’ই মিলে এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ টিটিসির অধ্যক্ষ মোঃ রুস্তম আলী এবং ঝিনাইদহ জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার প্রমূখ।