ঝিনাইদহের শৈলকুপা নুরজাহান ক্লিনিকে সিজারিয়ান রোগীর মৃত্যু দুই লাখ টাকায় রফা
নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার নুরজাহান ক্লিনিকে খাদিজা খাতুন নামে এক প্রসুতি মারা গেছেন। ঘটনারপর থেকে ডাক্তার আমিন মোস্তফাসহ ক্লিনিক মালিক পলাতক রয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নুরজাহান ক্লিনিকে এই ঘটনা ঘটে। জানা যায়, ক্লিনিকে সিজারের মাধ্যমে জমজ নবজাতক ভুমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা পর মারা যান খাদিজা খাতুন। তার বাড়ি হাকিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। সিজারিয়ানের মাধ্যমে জমজ দুইটি ছেলে সন্তান সুস্থ্য আছে। কিন্তু প্রসুতির মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও স্বজনেরা। এদিকে প্রসুতির মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দিতে রাতেই দুই লাখ টাকায় রফা করা হয়েছে বলে জানা গেছে। সিজারিয়ান ডাক্তার আমিন মোস্তফা জানান, ডাক্তারি ভাষায় এটাকে এমআই বলে। অপারেশন বা সিজারে কোন ভূল ছিল না বলেও তিনি দাবি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানানম ক্লিনিকে একজন প্রসুতি মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু কেও অভিযোগ করেনি।