ঝিনাইদহের কোটচাঁদপুরে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একমাদক ব্যবসায়ি নিহত
শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধিঃ কোটচাঁদপুর দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত গোলাগুলিতে মোঃ সেলিম রেজা (৪৩) নামে একমাদক ব্যবসায়ি নিহত হয়েছেন। পুলিশের দাবি দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্ধুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বলুহর গ্রামের ডাকাতি বটতলায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা কোটচাঁদপুর পৌর এলাকার কাশিপুর এলাকার নূর ইসলামের ছেলে। কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লবকুমার সাহা বলেন, রাত দুইটার দিকে শহর-সংলগ্ন বলুহর গ্রামে মইদুল মিয়ার ইটভাটার অদুরে ডাকাতি বটতলা নামক স্থানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।
এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ গিয়ে গোলাগুলি হচ্ছে দেখতে পায়। এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ওসি বলেন, এ সময় পুলিশ ওই স্থানে তল্লাশি করে গুলিবিদ্ধ নিহত অবস্থায় অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিচ ইয়াবা, দুই রাউন্ড তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, চারটি মোবাইল ও একটি কালো রঙের প্রাইভেট কার উদ্ধার করে।পরে স্থানীয়রা তাকে মাদক ব্যবসায়ী সেলিম রেজার লাশ বলে সনাক্ত করে। লাশ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত সেলিম রেজা এলাকায় পুলিশের সোর্স ও দুধর্রষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অপহরণ, মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সেলিম রেজার নেতৃত্বে তার বাহিনী কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে সুজন নামে এক ব্যক্তিকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরে অপহৃত সুজনের পরিবারের কাছ থেকে সেলিম রেজা ২০ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। দুই দিন পর কোটচাঁদপুর থানা পুলিশ টাকা দেওয়ার ফাঁদ পেতে অপহৃত সুজনকে উদ্ধারসহ মামুন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে।