প্রধান মেনু

জয়ে শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ

জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে সাইফ-নাঈমরা। টাইগার যুবাদের ছুঁড়ে দেয়া ১৯১ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৩ রানেই থামে নাবিবিয়ার ইনিংস।বৃষ্টিতে ওভার কমে ২০এ নেমে আসে। তাতে ১৯১ রানের টার্গেট বেশ কঠিনই ছিল নামিবিয়ার জন্য। শেষ পর্যন্ত কঠিন পথটার ধারেকাছেও যেতে পারেনি তারা। এমন ম্যাচ জিততে হলে শুরুটা চাই উড়ন্ত। কিন্তু নামিবিয়ার ক্ষেত্রে হয়েছে উল্টো।

দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর চার রানের ব্যবধানে আরও ৩ উইকেট খোয়ায় তারা। যা শুরুতেই ম্যাচ থেকে ছিটকে দেয় দলটিকে।ধ্বংসস্তুপ থেকে নামিবিয়াকে রক্ষা করতে চেষ্টা করেছে তাদের পঞ্চম উইকেট জুটি। ইভেন ভ্যান উইক ও নিকোল নফটি-ইটোন মিলে তোলেন ৬৯ রান। ভ্যান উইক ৫৫ও নিকোল ২৪ রান করেন। পরে পিটার্স বারগার ১১ ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন কাজী অনিক ও হাসান মাহমুদ। একটি উইকেট গেছে তৌহিদ হৃদয়ের ঝুলিতে।এর আগে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের মোহাম্মদ নাঈম ও অধিনায়ক সাইফ হাসান। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ১৯০ রান তোলে বাংলাদেশ।বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল। পরে ওভার কেটে ২০এ নামিয়ে আনা হয়।

নির্ধারিত সেই ওভারে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটি প্রথম চার ওভারে তোলে ৩৩ রান। ১৭ বলে ২৬ রান করে আউট হন পিনাক ঘোষ।পিনাক ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে জমে যান মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান। দুজনে মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ৪৩ বলে আটটি চার ও এক ছক্কায় ৬০ রান করেন নাঈম।অধিনায়ক সাইফ খেলেন ৮৪ রানের অনবদ্য ইনিংস। তার ৪৮ বলের ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া আফিফ হোসেন করেন ১১ রান। তাতে নির্ধারিত ওভারে জয়ের জন্য যথেষ্ট বড় সংগ্রহই পায় বাংলাদেশ।