জেঁকে বসেছে শীত
জয়দেবপুর প্রতিনিধিঃ হাঁড় কাঁপানো শীতে জনজীবন চরম ভোগান্তিতে পরেছে।শীতে সরবরাহ না থাকায় বেড়েছে খাদ্যদ্রব্যের মূল্য।সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন নিম্ন আয়ের মানুষেরা। জয়দেবপুর এর স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলে গত দু তিন বছরে আমরা এত ঠান্ডা দেখিনি।অনেককে দেখা যায় রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে অবিরত।দিন এনে দিন খায় এরকম কয়েকজনের সাথে কথা হলে জসিম মিয়া নামে একজন বলে,”প্রত্যেক দিনের কামের উপর টাকা পাওয়া যায়,এত ঠান্ডায় কাম করা অনেক কষ্ট হয়”।তীব্র শীতে কাজে যেতে না পেরে অনেকে পরিবারের দিন কাটাতে হচ্ছে শোচনীয়ভাবে। আজকে জয়দেবপুরে তাপমাত্রা সর্বোনিম্ন ৯ ডিগ্রি ও সর্বোচ্চ ২৩ ডিগ্রি রেকোর্ড করা হয়েছে। জনসাধারনের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য জয়দেবপুরের সর্বস্তরের জনগন আহবান জানিয়েছে।