জুল জালাল এর কুলখানি এবং স্বরন সভা ও দোয়া মাহফিল
বাংলাদশে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ান এর উদ্দেগে জুল জালালের স্বরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছলিনে মাননীয় নৌ পরবিহন মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকার, ও কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছলিনে মোঃ ওসমান আলী, সাধারন সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ইউনিয়ন। মফিজুল হক বেবু, সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় দপ্তর। সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম সভাপতি বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন। ধন্যবাদন্তে আহম্মদ আলী, সাধারন সম্পাদক, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন কাজী ওবায়দুর রহমান, সহ সভাপতি বাংলাদেশ নৌ-যান শ্রমিকলীগ, বুড়িগঙ্গা নদী বন্দর কমিটি ঢাকা গাবতলী বেড়িবাদ সংলগ্ন শাখা অফিস। এছারাও উপস্থিত ছিলেন বাংলাদশে আন্তঃজলিা ট্রাক চালক ইউনয়িন এর নেত্রী বৃন্দ।উক্ত স্বরন সভায় বক্তারা বলেন, জুল জালাল বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন এর পর পর ৪ বার অর্থ সম্পাদক হিসাবে কাজ করতেন, তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
(তথ্য চিত্র এস. এম. আর শহিদ)