জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা
মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে ওলামা দলের আয়োজনে দোয়ায় অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ আরো অনেকে।
সমাধিতে খালেদার শ্রদ্ধা জানানোর পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎসজীবী দল, মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তৃণমূল দল, ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর বিএনপির (উত্তর-দক্ষিণ) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
এদিকে খালেদা জিয়ার আসার আগেই বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধি প্রাঙ্গণে উপস্থিত হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীরা জিয়াউর রহমানকে নিয়ে নানা স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করতে রাজধানীর বিভিন্ন স্পটের উদ্দেশে রওনা হন।
প্রথমে তিনি ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
(জিয়াউর রহমান খান)