জামালপুরের হাজিপুর বাজার হতে ৫১ বস্তা সরকারি গম উদ্ধার
মো:সিরাজুল ইসলামঃ জামালপুরের সদর থানার ১৩ নং মেস্তা ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন কাজসহ পরিষদের সার্বিক কাজে নানা অভিযোগ উঠেছে ।ইতিপূর্বে পরিষদের চাল আত্মসাৎ, দূদকের মামলা কোন কিছুই যেন তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি।এবার আবার নতুন করে সরকারি বিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আজ (১ জুলাই’২০১৭) রাত ৮.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ড: মোহাম্মদ মফিজুর রহমানের নেতৃত্বে ঐ ইউনিয়নের হাজিপুর বাজারের রিংকুর ঘর হতে ৫১ বস্তা চাল জব্দ করা হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদারকে পরিষদের সামনে ঘিরে রাখলে নারায়নপুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করার হয় বলে জানা গেছে।
বার বার এরকম অনিয়মের পুনরাবৃত্তিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে নারায়নপুর ফাঁড়ির আইসি মোহাব্বত কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত হচ্ছে, তদন্ত শেষে বলা যাবে প্রকৃত দোষী কে।
মেস্তা ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার অভিযোগটি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একদল লোক ষড়যন্ত্র করে চলেছে।অভিযোগ প্রমান করতে পারলে কোটি টাকা জরিমানা দেব।তবে চালগুলো ব্যবসায়ীরা তার হেফাজতে রেখেছেন বলে তিনি স্বীকার করেছেন ।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গমগুলোর কোন মালিক না পেয়ে তালা ভেঙ্গে উদ্ধার করতে হয়েছে বলে জানিয়েছে জামালপুর সদরথানার ইউএনও ড: মোহাম্মদ মফিজুর রহমান। তিনি আরও বলেন , তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে।