জাপানের রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘জাপান বাংলাদেশের বন্ধু। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। জাপানি সাহায্য সংস্থা এখনো বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি বাংলাদেশে কর্মরত আছে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা এবং চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় দু’টি বিশেষ অর্থনৈতিক জোনে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এজন্য জাপানের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানাচ্ছি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীগণ জাপান সফর করলে উভয় দেশের ব্যবসায়ীগণ বেশি আত্মবিশ্বাসী হবেন। এতে করে বাণিজ্য ক্ষেত্রে উভয় দেশ লাভবান হবে।’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত Hiroyasu Izumi এর সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান এ সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মহাখালীতে আইপিএইচ স্কুল এন্ড করেজের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নরডিক কান্ট্রির সুইডেন এর রাষ্ট্রদূত Z Charlotta Schlyter, নরওয়ের রাষ্ট্রদূত Sidsel Bleken Ges এবং ডেনমার্কের রাষ্ট্রদূত Winnie Petersen এর সাথে মতবিনিময় করেন। বিকেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অভ বাংলাদেশ এবং বাংলাদেশ এসোসিয়েশন এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)এর দু’টি ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন।