জান্নাত একাডেমী হাইস্কুল – স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭ইং
জান্নাত একাডেমী হাইস্কুল
সেকশন-১১/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭ইং
আজ ৩০/০৩/২০১৭ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় শুরু হল ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫৭জন। নির্বাচনে মোট প্রার্থী ১৫ জন। নির্বাচিত হয়ে বিজয় লাভ করেন ০৮ জন। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানীত সদস্যবৃন্দ ও পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ,টি,এম দেলোয়ার হোসেন খান এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নামের তালিকা।
জনাব আঃ রউফ নান্নু সভাপতি
জনাবা সামসুন নাহার বিদ্যুৎ শাহী
জনাব আঃ মান্নান অভিভাবক সদস্য
জনাব মোঃ ফরহাদ হোসেন ব্যাপারী অভিভাবক সদস্য
জনাব মোঃ ফজলুল হক অভিভাবক সদস্য
জনাব মোঃ লুৎফর রহমান অভিভাবক সদস্য
জনাবা কাজী শামীমা ওবায়দুর সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
জনাব মোঃ সিরাজুল ইসলাম শিক্ষক প্রতিনিধি সদস্য
জনাব শারমিন সুলতানা শিক্ষক প্রতিনিধি সদস্য
জনাব শামীম আরা বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য
জনাব এ,টি,এম দেলোয়ার হোসেন খান প্রধান শিক্ষক সদস্য সচিব
উপরোল্লিখিত সকল সম্মানিতবৃন্দ একত্রিত ভাবে উপস্থিত হয়ে সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট গ্রহন করে বেলা ১টার দিকে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনী বিজয়ী ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়ের সম্মনীত প্রধান শিক্ষক জনাব এ,টি,এম দেলোয়ার হোসেন খান।
নির্বাচনে বিজয়ীদের ফলাফলের ঘোষণা নিম্নে দেওয়া হইল।
ক্র. নং নাম শ্রেণী রোল শাখা বিজয়ী ফলাফল মোট ভোট পায়
১। সানজিদা আক্তার ৬ষ্ঠ ০৭ প্রভাতী ১৬০ ভোট পেয়ে
২। নিশাত ৬ষ্ঠ ০১ প্রভাতী ১৫৫ ভোট পেয়ে
৩। সুইটি ৭ম ০১ প্রভাতী ১৫৮ ভোট পেয়ে
৪। মোঃ রাজিব ৭ম ৩৩ দিবা ১৪৫ ভোট পেয়ে
৫। সামসুন নাহার (হীরা) ৮ম ০১ প্রভাতী ২২৩ ভোট পেয়ে
৬। ইমা আক্তার ৯ম ০৪ প্রভাতী ১৫৮ ভোট পেয়ে
৭। সিমু আক্তার ৯ম ২৪ প্রভাতী ২১৮ ভোট পেয়ে
৮। রিয়াজ হাওলাদার ১০ম ১১ দিবা ১৮৬ ভোট পেয়ে
সিনিওর রিপোটার
কাজী ওবায়দুর রহমান