প্রধান মেনু

জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৩ অক্টোবর জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নিমোক্ত বাণী প্রদান করেছেন : “দেশব্যাপী স্যানিটেশন কার্যক্রমকে গতিশীল করতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮’ উদ্ধসঢ়;যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। জনস্বাস্থ্যের উন্নয়নে সকলের জন্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। বাংলাদেশ স্যানিটেশন কর্মসূচিতে ‘সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যা আন্তর্জাতিক পরিম-লে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্যানিটেশন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আন্তরিক সহায়তায় এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ‘জাতীয় স্যানিটেশন মাস’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মকা- দেশব্যাপী জনস্বাস্থ্য বিষয়ে গণজাগরণ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে আমাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। এজন্য দেশব্যাপী স্যানিটেশন ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আশা করি দেশব্যাপী ‘জাতীয় স্যানিটেশন মাস’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮’ উদ্ধসঢ়;যাপনের সকল কর্মসূচি কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি ‘জাতীয় স্যানিটেশন মাস’ এবং বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮’ উদ্ধসঢ়;যাপনের সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”