প্রধান মেনু

জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে বঙ্গভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গভবনে আজ বিশেষ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে আসরের নামাজ শেষে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান সভায় বক্তব্য রাখেন।

মিলাদ মাহফিলের পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কাবিরের পরিচালনায় দোয়া মাহফিলে   বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

মিলাদ মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বঙ্গভবনের বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।