জাতীয় শুদ্ধাচার কৌশলের চর্চা বাড়াতে হবে – প্রধান তথ্য অফিসার
সততা, কর্তব্যনিষ্ঠা ও নৈতিকতা দ্বারা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নতি ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সর্বক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার কৌশলের চর্চা বাড়াতে হবে।
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার আজ সচিবালয়ে তথ্য অধিদফতরে তাঁর অফিসকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারের নির্দেশ দেন। তিনি রাজশাহী সিল্কসহ জেলার ঐতিহ্য ও উন্নয়ন বিষয়ে প্রচারের জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। এছাড়া ভবিষ্যতে তিনি রাজশাহীর সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভিডিও কনফারেন্সিংয়ে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) আকতার হোসেন, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) বিধান চন্দ্র কর্মকার, উপপ্রধান তথ্য অফিসার মো. জসীম উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার (সমন্বয়) দীপংকর বর এবং তথ্য অফিসার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।