জাতীয় শিশু দিবসে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ তে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উদযাপন ও বঙ্গবন্ধুর জন্ম দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সুজিত নন্দী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,জাতির স্বপ্নদ্র্রষ্টা, স্বাধীনতার সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চেতনা, দেশ ও জাতি গঠনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ ও জাতি গঠনে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
এ সময়ে তিনি ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি করেন। আগামী ১৬ মার্চ সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সংলগ্ন রাসেল স্কয়ারে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দগনের উপস্থিতিতে গরীব, দু:স্থ, অসহায় মানুষের মাঝে রিকশা, ভ্যান বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর আগামী ১৭ মার্চ ঢাকার বিজয় নগরে অন্ধ ও বধির স্কুলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও উন্নতমানের খাবার বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও আগামী ৩১ মার্চ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও “ সিক্রেট ডকুমেন্টস অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” নামক বই বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে উপস্থিত ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।