প্রধান মেনু

জাতীয় শিক্ষা সপ্তাহ ও শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ইং উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এবারের প্রতিপাদ্য বিষয় শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এর উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, সদরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: কাকলী মূখোপাধ্যয়, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: শহিদুল ইসলাম, বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী শিকদার প্রমুখ। পরে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সৃজনশীল মেধা অন্বেষনে উপজেলার ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

(ছবি সংযুক্তঃ সদরপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী করছেন অতিথিবৃন্দরা একাংশ-)

(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)