জাতীয় শোক দিবসে মাদক মুক্ত করনের অঙ্গিকার,আমিন বাজার ফাড়ীর ইনচার্জ
এন,ডি,এন নিউজ: ঘটনাটি ঢাকার প্রবেশদ্বার খ্যাত সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির। এখানে আসা নবাগত এ পুলিশ অফিসারের নাম মোঃ জামাল হোসেন। আমিন বাজার পুলিশ ফাড়ীর ইনচার্জ ।
গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে এ ফাড়ির উদ্ধোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাখফেরাতে আমিন বাজার কবরস্থান মাদ্রাসা, বড়দেশী বাজার মসজিদ এবং আমিন বাজার ট্রাক ষ্টান্ড জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং দুস্থ ও সাধারণ মানুষের জন্য গণভোজের আয়োজন করেন তিনি।
এসময় এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে মাদক মুক্ত আমিন বাজার ও কাউন্দিয়া ইউনিয়ন গড়ার অঙ্গিকার করেন।
আমিবাজার ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট্য রজিনীতিবিদ হাজি আকিল খন্দকার বলেন, জামান হোসেন সাহেব অত্যন্ত ভালো ইমানদার ও পরহেজগার একজন মানুষ। তিনি এ ফাঁঁড়িতে আসার পর যে ভাবে মাদকের উপর জোর দিয়েছেন তাতে অচিরেই মাদকের এ ভয়াল পরিস্থিতি থেকে মুক্ত হতে পারব বলে মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জামাল হোসেন বলেন, দেশকে ভালোবেসে মাদকমুক্ত পরিবেশ গড়তে আমার এ সামান্য প্রয়াস। এসময় তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।