জাতিসংঘ তথ্যসমাজ বিশ্বসম্মেলন পুরস্কার ২০১৭ পেলো বিএনএনআরসি
তথ্যপ্রযুক্তি বিষয়ে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) বা তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার-২০১৭’ অর্জন করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
আজ ঢাকায় তথ্য মন্ত্রণালয়ে তথ্যসচিব মরতুজা আহমদ এ পুরস্কার অর্জনের জন্য বিএনএনআরসি’র চেয়ারপার্সন রেজাউল করিম চৌধুরী এবং প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমানকে অভিনন্দন জানান। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কালাম আজাদ এবং বিএনএনআরসি’র সক্ষমতা বৃদ্ধি সমন্বয়ক তামান্না রহমান এসময় উপস্থিত ছিলেন।
গত ১৩ জুন জেনেভায় আয়োজিত ডব্লিউএসআইএস ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল হাউলিং ঝাউ-এর কাছ থেকে বিএনএনআরসির চেয়ারপার্সন রেজাউল করিম চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন।
এ বছর ‘কমিউনিটি ব্রডকাস্টিং লাইব্রেরি ফর একসেস টু ইনফরমেশ এন্ড নলেজ ইন বাংলাদেশ’ এবং ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ থ্রু কমিউনিটি রেডিও ইন রুরাল বাংলাদেশ’ এ দু’টি মৌলিক উদ্ভাবনী উদ্যোগের জন্য চ্যাম্পিয়ন হিসেবে এ সম্মাননা পেল বিএনএনআরসি।
তথ্যসচিব মরতুজা আহমদ ডব্লিউএসআইএস পুরস্কারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোগ ও বাস্তবায়নের বড় স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বলেন, ‘কমিউনিটি ব্রডকাস্টিং লাইব্রেরি স্থাপনের ফলে রেডিও স্টেশনে কর্মরত গ্রামীণ সম্প্রচারকারী, স্থানীয় আগ্রহী পাঠক ও গবেষকেরা নিয়মিত পড়াশোনা এবং রেফারেন্সের জন্য লাইব্রেরি ব্যবহার করছেন। অন্যদিকে কমিউনিটি রেডিও’র মাধ্যমে ইংরেজি শেখার মাধ্যমে গ্রামের দরিদ্র ছাত্র-ছাত্রী এবং কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে ইচ্ছুক যুব সম্প্রদায় যারা আলাদাভাবে ইংরেজি শেখার সুযোগ পায়নি তার এখন বেতারের মাধ্যমে ইংরেজি শিখছেন। এ দু’টি কাজই প্রান্তিক জনগণকে উন্নয়নের ধারায় আনতে চমৎকার ভূমিকা রাখবে।’