প্রধান মেনু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :  জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ রাজধানীর তথ্য ভবনের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক সম গোলাম কিবরিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী এবং পরিচালক (কারিগরি ও সমন্বয়) লিয়াকত হোসেন।

পরে বঙ্গবন্ধু-সহ ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।