জাতির পিতার লক্ষ্য ছিল অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করে উন্নত সমাজ ব্যবস্থা গঠন করা—-রেলপথ মন্ত্রী
পঞ্চগড়, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির পিতার লক্ষ্য ছিল অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করে উন্নত সমাজ ব্যবস্থা গঠন করা।
আজ পঞ্চগড়ে শোক র্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির কোন দর্শন নেই। তারা বিভ্রান্তির রাজনীতি করে। বর্তমান সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের কাজ করছে। এই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে শক্রবাহিনীকে সহায়তা করেছে তারাই এখন গণতন্ত্র ও মানবাধিকারের তকমা দিয়ে অনেক কথা বলছে। এদের কথায় সরকার ভয় পায় না।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জীবনমানের অবস্থার পরিবর্তন করা। প্রত্যেক ক্ষেত্রেই যেন মানুষ নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বঙ্গবন্ধুর সেই আদর্শকে বুকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
পরে মন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয় ও তাঁর নির্বাচনি এলাকা বোদা এবং দেবীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও পৃথক তিনটি আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।