জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্মিলিত ব্যানার ফেষ্টুন ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ ১-পহেলা অক্টোবর রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্মিলিত ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এ.কে.এম মতিউর রহমান এর ব্যানার,ফেষ্টুন এক দল (৫০-৬০) দুস্কৃতিকারী মিরপুর -১ সনি সিনেমা হলের সামনের গোল চত্ত্বর ও মিরপুর ,কল্যানপুর,দারুস-সালাম,শাহআলী থানা রোড এবং মাজার রোড সহ বিভিন্ন জায়গাতে লাগানো ব্যানার,ফেষ্টুন ভাংচুর করে পদ-দূলীত করা হয়।
প্রকাশ থাকে যে গত ১৪.০৯.২০১৮ ইং তারিখে একই ভাবে ব্যানার ফেষ্টুন ভাংচুর করে যার ফলে গত ১৫.০৯.২০১৮ ইং তারিখে মিরপুর প্রেসক্লাবের উদ্দোগে এক বিশাল মানব-বন্ধন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডি,সি পুলিশকে স্বারকলিপি প্রদান করা হয়। দারুস-সালাম,মিরপুর,শাহ-আলী ও মিরপুর মডেল থানা-সহ র্যাবের হেড-কোয়াটার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বারকলিপির অনুলিপি প্রদান করা হয়।
অদ্যবতী সংশ্লিষ্ঠ থানা সমূহের কমকর্তাগণ দৃষ্টান্ত মূলক কোন ভূমিকা রাখেনি। সাধারণ জনগনের দাবি দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।