জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকীতে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন গাইবান্ধাঃ -গাইবান্ধা জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ৷ এ উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সভায় পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্যরা ও বক্তব্য রাখেন।
আলোচনা সভায়, পহেলা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যদ্বয়ের সাথে সকল সরকারি-বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল ৭টায় ইসলামিক ফাউন্ডেশনে কোরআনখানি ও দোয়া মাহফিল, সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ৯টা ১৫ মিনিটে বিজয় স্তম্ভ থেকে স্বাধীনতা প্রাঙ্গণ পর্যন্ত শোক র্যালী, ৯টা ৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার বিতরণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবকদের চেক বিতরণ, সাড়ে ১১টায় পাবলিক লাইব্রেরী চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প, দুপুরে সকল মসজিদ ও মন্দিরে মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক তথ্য চলচ্চিত্র প্রদর্শনী।
উল্লেখ্য, উক্তদিনই জেলা আধুনিক সদর হাসপাতালে দু’ঘন্টা ব্যাপী রোগীদের টিকিটের মূল্য গ্রহণ ছাড়াই বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ওষুধ সমূহ বিতরণ করা হবে।এ ছাড়াও শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১২ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হামদ ও নাত সাথে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ আগস্ট জেলা শিশু একাডেমির উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতার পুরস্কার ১৫ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে ৷
Attachments area
« বোদায় দু‘টি ক্লিনিকে জরিমানা (পূর্বের খবর)