প্রধান মেনু

জাগরণের-ভাষার গান দেশের গান

তারিখ: ১৯ ফেব্রুয়ারী ২০১৭
রিপোর্টার: দিদারুল করিম
আমার ভায়ের রক্তে রঙান একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি- সমবেত এই সংগীতের মাধ্যমে অুষ্ঠিত হলো বাংলাদেশের অন্যতম গণ-সংগীত সংগঠন জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষনা কেন্দ্রের ভাষার মাসের অনুষ্ঠান ভাষার গান দেশের গান শীর্ষক গীতি আলেখ্য। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য মাহবুব আহসান খান এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়। ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সংগীত ও নৃত্যশালা মঞ্চে অনুষ্ঠিত এই সংগীত আলেখ্য অনুষ্ঠানে সমবেত সংগীতের পাশাপাশি একক সংগীত পরিবেশন করেন- সানজিদা সুলতানা, জান্নাতি ফেরদৌস লাকি, মাহমুদুল হাসান, সানোয়ারা জাহান নীতু, রেজাউল করিম, মেহনাজ আফরিন শ্রেয়া, বিজন মিস্ত্রি, তাপসি রায় , দেবাশিষ দেব , ফাল্গুনি মুখার্জি, নিশি কাওসার, আবরার খান হৃদম , এনেট ঝুমুর গোমেজ ,বনানী দে এবং আবৃত্তি পরিবেশন করেন মুনমুন।