জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স এওয়ার্ড
দেশে অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স এওয়ার্ড-২০১৬। অভিনয় ও নৃত্যকলায় আকাশচুম্বী সফলতা অর্জনে আজীবন সম্মাননা পদক পান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও বিশেষ সম্মাননা পদক পান রুমানা রশীদ ঈশিতা। তাদের পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ।
আজ রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক নাজমুল খান।
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। তিনি দুঃখ করে বলেন, নতুন প্রজন্মকে মননশীল সাংস্কৃতিক কর্মকা-ে ব্যাপকভাবে সম্পৃক্ত না করায় একটা অংশ বিপথগামী হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। এদের অভিনয়, সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম অপরিহার্য।