প্রধান মেনু

জন দূর্ভোগের অপর নাম খোকসা বাসষ্ট্যান্ড

মোঃ আকরাম হোসেন, জেলা প্র্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা পৌরসভাধীন আধুনিকতায় অনেক পিছিয়ে আছে খোকসা বাসষ্ট্যান্ড মোড়। খোকসা উপজেলায় প্রায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস তাদের জন্য খোকসা বাসষ্ট্যান্ড মোড় বিশ্ব হায়ওয়ে রোড একমাত্র যাতায়েত স্থান। সকাল থেকে শুরু করে সারারাত ধরে যে মানুষের চলাচলের একমাত্র গন্তব্যস্থান খোকসা বাসষ্ট্যান্ড আর সেখানে নেই কোন গণো শৌচাগাড়, টিউবয়েল ।
খোকসায় নিধ্যারিত কোন বাসটামির্নাল না থাকায় দুর দূরন্তের থেকে আগত হাজার হাজার যাত্রী সাধারন মানুষ চরম দূর্ভোগে পড়ে প্রতিদিন। এদিকে খোকসা বাস কাউন্টারের মধ্যে টয়লেট বসিয়ে চালাচ্ছে রমরমা ব্যপসা করলেও প্রতিনিয়ত টাকা নিয়ে বাধে গেনজাম প্রসাব – পায়খানা করলে ৫ টাকা না করলেও ৫ টাকা, দিতে হবে তা না হলে বিভিন্ন ভাষায় গালি গালাজ চলে।

খোকসার সাধারন মানুষের দাবি উপজেলা প্রসাশন থেকে শুধুই শোনাযায় বাজেট নাকি পাশ হয়ে এসেছে জানিনা আদেও বাস্তবায়িত হবে কিনা এ দিকে একটি যাত্রীছাওনি থাকলেও তা কোন কাজে আসেনা। নাই কোন গণো সৌচাগার, ওয়াস রুম । যাত্রীদের দাবি বাসষ্টান্ডে একটি গণো শৌচাগার ও আধুনিক ওয়াস রুম দ্রত বাস্তবায়িত করলে ভুক্তভোগী মানুষের সম্যসা দুর হবে খোকসা বাসির প্রানের দাবি
পথ চলাচল যাত্রীদের কথাবিবেচনা করে এহেন সমস্যা দ্রুত সমাধান করবে বলে মনে করেন ভুক্তভোগী যাত্রী সাধারন ও খোকসা এলাকা বাসি।